Wellcome to National Portal
মৎস্য অধিদপ্তর গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার
Text size A A A
Color C C C C

সর্ব-শেষ হাল-নাগাদ: ২৮ জানুয়ারি ২০২০

প্রকল্পের উদ্দেশ্য ও জনবল

ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের উদ্দেশ্যঃ

  1.  

প্রকল্পের নাম

:

ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়)

  1.  

বাস্তবায়নকারী সংস্থা

:

মৎস্য অধিদপ্তর, বাংলাদেশ

  1.  

অনুমোদিত ব্যয়

(কোটি টাকায়)

:

ক) মোট: 27058.00 লক্ষ টাকা

ক) জিওবি: 27058.00 লক্ষ টাকা

খ) পিএ: প্রযোজ্য নয়

গ) ডিপিপি বর্হিভুত লোন এগ্রিমেন্টের পরিমান (যদি থাকে): প্রযোজ্য নয়

  1.  

প্রকল্প মেয়াদ

:

মার্চ/2015 - জুন/2020

  1.  

অনুমোদনের তারিখ

:

পরিকল্পনা কমিশনের তারিখ : মার্চ/2015

মন্ত্রণালয়ের প্রশাসনিক আদেশের তারিখ: মার্চ/2015

  1.  

প্রকল্প এলাকা

:

3টি পার্বত্য জেলা ব্যতিত মোট 61 জেলার 355টি উপজেলা।

  1.  

প্রকল্পের উদ্দেশ্য

:

ক) নির্বাচিত ইউনিয়ন সমূহের স্থানীয় মৎস্য চাষিদের অংশগ্রহন নিশ্চিত করে উন্নত   মৎস্যচাষ প্রযুক্তি প্রয়োগের মাধ্যমে মাছের উৎপাদন বৃদ্ধি করা।

খ) মৎস্যচাষ ও বিভিন্ন মৎস্য সংশ্লিষ্ট কার্যক্রমের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠির কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা।

গ)  মৎস্যচাষ সংক্রান্ত পর্যাপ্ত প্রশিক্ষণের মাধ্যমে সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদের প্রাতিষ্ঠানিক জ্ঞান, দক্ষতা ও সক্ষমতা বৃদ্ধিকরণ।

ঘ)  স্থানীয় জলজ সম্পদের সুষম ব্যবহারের জন্য ইউনিয়ন পরিষদকে কাযকর প্রতিষ্ঠান হিসাবে মৎস্য বিষয়ক সকল উন্নয়ন কর্মকান্ডে সম্পৃক্তকরণ।

ঙ)  মৎস্য অধিদপ্তর, ইউনিয়ন পরিষদ, লিফ এবং স্থানীয় মৎস্যচাষিদের সমন্বয়ে মাঠপর্যায়ে স্থায়িত্বশীল সম্প্রসারণ কার্যক্রম পরিচালনার জন্য ইউনিয়ন ভিত্তিক মৎস্যচাষ সম্প্রসারণ পদ্ধতি প্রতিষ্ঠা করা।  

  1.  

প্রকল্পের প্রধান কার্যক্রম

:

  • প্রকল্প সময়সীমার মধ্যে 1,05,550 জন সুফলভোগীর মাছচাষ বিষয়ক প্রশিক্ষণ প্রদান।
  • 3000 টি কার্প নার্সারি ফলাফল প্রদর্শনী, 3000টি কার্প মিশ্রচাষ ফলাফল প্রদর্শনী, 3000টি মনোসেক্স তেলাপিয়া চাষ ফলাফল প্রদর্শনী, 1500টি পাঙ্গাস চাষ ফলাফল প্রদর্শনী, 1000টি গলদা/বাগদা-কার্প মিশ্রচাষ ফলাফল প্রদর্শনী, 500টি কৈ/শিং/মাগুর চাষ ফলাফল প্রদর্শনী, 1000টি ধানক্ষেতে মাছচাষ ফলাফল প্রদর্শনী স্থাপন।
  • 1000টি সিবিজি স্থাপন {(কার্পমিশ্রচাষ/পাংগাস/তেলাপিয়া চাষ (650টি সিবিজি), পেনে মাছ চাষ (50টি সিবিজি) এবং খাঁচায় মাছচাষ (300টি সিবিজ)}
  • 08টি প্রশিক্ষণ কেন্দ্রের (ডরমেটরিসহ) সম্প্রসারন ও সংস্কার।
  1.  

চলতি বছরে বরাদ্দ ও অগ্রতিগতি

:

3882.00 লক্ষ টাকা, অগ্রগতি- 88.61%

  1.  

জুন 2019 পর্যন্ত ক্রম পুঞ্জিত অগ্রগতি

:

22136.37 লক্ষ টাকা, অগ্রগতি-81.81% (বাস্তব: 86%)

  1.  

সমস্যা (যদি থাকে)

:

 

 

ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তিসেবা সম্প্রসারণ প্রকল্পের জনবলঃ